
পারস্পরিক শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত চীন ও যুক্তরাষ্ট্রের
চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর আরোপিত শুল্ক ও পাল্টা ব্যবস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত অব্যাহত রাখবে বলে জানিয়েছেন চীনের এক জ্যেষ্ঠ বাণিজ্য কর্মকর্তা।
মঙ্গলবার স্টকহোমে অনুষ্ঠিত চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার নতুন দফা শেষে সংবাদ ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও উপমন্ত্রী লি ছেংকাং এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৪ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ এবং চীনের পাল্টা পদক্ষেপ—এসব স্থগিত রাখার সিদ্ধান্তে দুই পক্ষ সম্মত হয়েছে।
সূত্র: সিএমজি...