
প্রধান সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ চরমে
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অন্তর্গত খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং সাধারণ মানুষ যাতায়াত করে থাকে। সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে চাহিদাপত্র দিয়েও কোন লাভ হয়নি।সড়কটির অধিকাংশ জায়গা ভেঙ্গে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কটি। সড়কের পাশে যে ড্রেন রয়েছে সেটি সময়মতো পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতে ড্রেনও তলিয়ে যায়। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে সড়কটি দিয়ে যাতায়াতকারী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বয়োবৃদ্ধ নারী-পুরুষ, গর্ভবতী মহিলাসহ যানবাহনের চালকেরা।এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ মোশারফ হোসেন বলেন, “দীর্ঘদিন এ রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। সামান্য ব...