Friday, June 20
Shadow

Tag: নাসিরনগরে গরু আনতে গিয়ে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া

নাসিরনগরে গরু আনতে গিয়ে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ  উদ্ধার

নাসিরনগরে গরু আনতে গিয়ে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ  উদ্ধার

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া, সংবাদ
জাবেদ হোসেন ভূইঁয়া, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া মারিয়া আক্তার  (১২)  ও সামিয়া আক্তার  (১০) নামে  দুই  বোনের মরদেহ  উদ্ধার করা হয়েছে। আজ শনিবার  সকালে তিতাস নদী  থেকে মর‍দেহ দুই টি উদ্ধার করা হয়।এর আগে  শুক্রবার বিকালে বৃষ্টির সময় গোকর্ণ আকাশী মাঠে   গরু আনতে গিয়ে খাল পারাপারের সময়  পানির তোড়ে নিখোঁজ হন আপন দুই বোন। মারা যাওয়া  মারিয়া ও সামিয়া  গোকর্ণ মধ‍্যপাড়ার প্রবাসী মিনার আলীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকাল ৩টার দিকে  স্থানীয়  আকাশী মাঠে  গরু আনতে গিয়ে  নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনরা তাদের  সন্ধানে খালে নেমেছিলেন। খাল থেকে পানির স্রোত তিতাস  নদীতে গিয়ে পড়েছে। প...