
আর কয়েক দিন পর এইচএসসি পরীক্ষা শুরু: শেষ মুহূর্তে কেমন হবে প্রস্তুতি?
নিজেকে প্রস্তুত রাখতে চাই সঠিক পরিকল্পনা ও মনোসংযোগ
আর ক’দিন পরেই সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দীর্ঘ সময়ের প্রস্তুতির পরে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতির সময়। এই শেষ মুহূর্তে কীভাবে পড়াশোনা করলে ভালো ফল করা সম্ভব—তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে বাড়ছে আগ্রহ। বিশেষজ্ঞরাও বলছেন, এখন সুশৃঙ্খলভাবে সময় কাজে লাগানোই সফলতার চাবিকাঠি।
এখন রিভিশনের ওপর জোর দিতে হবেএই পর্যায়ে নতুন কিছু শেখার চেয়ে আগের পড়াগুলো ভালোভাবে ঝালিয়ে নেওয়াই বেশি কার্যকর। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারবার পড়ে আত্মস্থ করতে হবে। বইয়ের মূল অংশ, গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, ম্যাপ বা চার্ট—যা যা পরীক্ষায় বারবার এসেছে, সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে পড়।
রুটিন করে পড়া চালিয়ে যাওশেষ মুহূর্তে পড়ালেখায় গতি আনার জন্য নিজস্ব একটি রুটিন তৈরি করে তা মেনে চলা জরুর...