
উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা করছে বিসিবি: আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের প্রতিটি উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে। এই ডাটাবেজে ব্যাটসম্যান, বোলারসহ প্রতিটি খেলোয়াড়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার দুপুরে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বাংলাদেশ দলের টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।
বুলবুল বলেন, “জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়কে চিনবেন। কোন উপজেলায় কতজন লেগ স্পিনার, কতজন পেসার বা ব্যাটসম্যান আছে, তা তারা জানবেন। এসব তথ্য জেলা কোচ বিভাগীয় কোচের কাছে পাঠাবেন। এরপর সব জেলার ডাটাবেজ একত্র করে বিভাগীয় একটি শক্তিশালী দল গঠিত হবে। তখন আর কাউকে ঢাকামুখী হতে হবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় ...