
কেন্দুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা : ৩২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আশরাফ গোলাপ, (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় জালিয়ার হাওরে ২৫ জুন( বুধবার) দুপুরের দিকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনাকালে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এবং বিধিমালা ১৯৮৫ মোতাবেক আনুমানিক প্রায় ৩২০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ( স্থানীয় নাম চায়না বাইর বা রিং বাইর) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা মাত্র) এবং প্রায় ১২০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ২০০০/- (দুই হাজার টাকা মাত্র)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নিলুফা ইয়াসমিন নিপা, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়।
প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেবাশীষ ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা( অতিঃদাঃ) কেন্দুয়া, নেত্রকোণা...