Tuesday, July 1
Shadow

ইসরাইলি বাহিনীর টানা হামলায় ৭২ ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজা উপত্যকায় রবিবার (২২ জুন) অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহে আসা ক্ষুধার্ত সাধারণ মানুষ। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে গাজার মানবিক সংকট।

আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় গাজা শহরসহ উত্তরাঞ্চলে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। বাকি প্রাণহানির ঘটনা ঘটেছে গাজার অন্যান্য অংশে।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, শহরের উত্তরাঞ্চলের আল-আহলি হাসপাতালে আহতদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জেইতুন, সাবরা ও আল-জাওয়িয়া মার্কেট এলাকায় চালানো হামলায় বহু নারী-শিশু গুরুতর আহত হয়েছেন। হাসপাতালের পরিস্থিতিকে তিনি “বিপর্যয়কর” বলে বর্ণনা করেন।

তিনি বলেন, “এখানে অনেক আহত মানুষ মেঝেতে পড়ে আছেন। পর্যাপ্ত বিছানা বা চিকিৎসা সরঞ্জাম নেই। হাসপাতালটি মারাত্মক সংকটে পড়েছে।”

আল-খালুত আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়েছে, যেখানে বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলা হয়েছে। সাধারণত এ ধরনের লিফলেটের পরই সেখানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়, যার ফলেই এই বিশালসংখ্যক হতাহতের ঘটনা ঘটছে।

ত্রাণকেন্দ্রেও প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ

রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনি রয়েছেন, যাদের গুলি করে হত্যা করা হয় গাজার রাফাহর উত্তরের বিতর্কিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন” (GHF) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রের কাছে। এই তথ্য জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে GHF গত মে মাসের শেষ দিক থেকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়। এরপর থেকে ইসরায়েলি সেনারা প্রায়ই ত্রাণকেন্দ্রের আশেপাশে জড়ো হওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, এ ধরনের গুলিতে এখন পর্যন্ত ৫৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪,০০০ জনের বেশি।

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশের অভিযোগ

ইসরায়েলেরই হারেৎজ পত্রিকা সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন, তাদেরকে “অস্ত্রহীন ত্রাণ প্রত্যাশীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার নির্দেশ” দেওয়া হয়েছিল।

এই প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জেফ্রি নাইস আল জাজিরাকে বলেন, “GHF যে সংগঠনটি মানবিক সহায়তা দেওয়ার নামে কাজ করছে, তার চারপাশে এত গণহত্যার ঘটনা সত্যিই বোধগম্য নয়। আপনি যখন কারও সঙ্গে সহযোগিতায় সাহায্য পাঠাচ্ছেন, অথচ সেই সঙ্গীরা শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে—তখন পুরো উদ্যোগটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।”

জেফ্রি নাইস, যিনি সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ তদন্তের আন্তর্জাতিক ট্রাইব্যুনালেরও অংশ ছিলেন, বলেন, “এই ঘটনায় আন্তর্জাতিক মহলের ক্ষোভ ও বিস্ময় স্বাভাবিক। মানবিকতার নামে সহিংসতার এমন নজির সত্যিই মর্মান্তিক।”

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *