মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ, প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই (রবিবার) রাত ১০.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী রৌমারি উপজেলার চর বামুনেরচর গ্রামের বাসিন্দা জহির উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক লন্ডনী (৪২) দীর্ঘদিন লন্ডনে লেখাপড়া শেষ করে বাড়িতে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ব্যবসার মালামাল নিয়ে শখ করে জামালপুর থেকে নিজে অটো ভ্যান চালিয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা আকশা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক আব্দুর রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই মৃত্যু হয় তার।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।