Sunday, July 27
Shadow

১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতে বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে


১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতে এখন থেকে আয়কর রিটার্ন জমা দিতে হবে, না দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না। অর্থাৎ, ব্যাংকে এ পরিমাণ টাকা জমা রাখতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও।

সম্প্রতি এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ। এতে ২২টি কার্যক্রমে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। গেজেট অনুযায়ী, দ্বৈত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন এই নিয়মে রিটার্ন জমা না দিলে সংশ্লিষ্ট সেবা বা সুবিধা পাওয়া যাবে না।

যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে:

১. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে।
২. কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে।
৩. আমদানি বা রফতানি নিবন্ধন সনদ (IRC/ERC) নিতে বা নবায়ন করতে।
4. ট্রেড লাইসেন্স নবায়নে (সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায়)।
৫. সাধারণ বিমা কোম্পানির তালিকাভুক্ত সার্ভেয়ারদের লাইসেন্স নবায়নে।
৬. জমি, ভবন বা ফ্ল্যাট বিক্রি, হস্তান্তর, দলিল রেজিস্ট্রেশন বা লিজ নিতে হলে (শহর বা ক্যান্টনমেন্ট এলাকায়)।
৭. চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসহ স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্য হতে বা সদস্যপদ নবায়নে।
৮. নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বা স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার হতে হলে বা লাইসেন্স নবায়নে।
৯. যেকোনো ট্রেডবডি বা ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ পেতে হলে।
১০. দলিল লেখক, স্ট্যাম্প ও কোর্ট ফি ভেন্ডরের লাইসেন্স নবায়নে।
১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিএসটিআই ছাড়পত্র, কাস্টমস লাইসেন্স, বন্ডেড গুদামের অনুমতি বা বায়িং হাউজ নিবন্ধনে।
১২. বাণিজ্যিক বা শিল্প গ্যাস সংযোগ নিতে বা চালু রাখতে।
১৩. শহরাঞ্চলে আবাসিক গ্যাস সংযোগ নিতে হলে।
১৪. সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে।
১৫. বাণিজ্যিক নৌযানের সার্ভে সার্টিফিকেট নিতে বা নবায়নে।
১৬. ইটভাটা চালাতে পরিবেশ অধিদফতর বা জেলা প্রশাসনের অনুমতি নিতে।
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তি (সিটি করপোরেশন, জেলা সদর বা পৌর এলাকায়)।
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতে বা নবায়নে।
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে বা নবায়নে।
২০. আমদানির জন্য ঋণপত্র (L/C) খোলার সময়।
২১. স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে।
২২. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা উৎপাদন পর্যায়ের কর্মচারী হিসেবে বেতন-ভাতা পেতে হলে।

আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে রাজস্ব আদায়ে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতি ও রাজস্ব বিশেষজ্ঞরা। তাদের মতে, এতে করের আওতা বাড়বে, কর ফাঁকি কমবে এবং দেশের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি পাবে। তবে তারা একযোগে সরকারকে সতর্ক করেছেন যেন নতুন নিয়ম বাস্তবায়নে যেন সাধারণ জনগণ দুর্ভোগে না পড়েন। বিশেষজ্ঞদের বিশেষ সুপারিশ— তথ্যপ্রযুক্তিনির্ভর সহজ সেবা চালু করা তাগিত দিয়েছেন। রিটার্ন জমার প্রক্রিয়া সহজীকরণ করার ব্যপারে যথাযথ ব্যবথা নেয়া এবং সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম প্ররিচালনা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *