Tuesday, July 8
Shadow

চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল

ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম):  চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মত আগামী ৭ জুলাই (সোমবার) ৩ দিন ব্যাপী চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। চন্দনাইশ সদরস্থ সদ্য নির্মিত নিউ মার্কেটের নিচ তলায় ৩ দিন ব্যাপী চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী মেলায়  ১৮টি ষ্টল শোভা পাবে। 

আগামী ৭,৮,ও ৯ জুলাই  ৩ দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যালে নিজেদের তৈরী  দেশীয় মুখরোচক খাবার যথাক্রমে, আচার, চকলেট, কেক, পেষ্ট্রি,মিষ্টি, লাড্ডু, জুসবার, চা-কফি রকমারি মসলা আইটেম খাবারের প্রদর্শনী ও বিক্রয়, সেলিব্রিটি ব্লক, সেলিব্রিটি রিভিউ, বিভিন্ন ফুলের শো রুম,যাবতীয় লেডিস্ আাইটেমের শো-রুম স্থান পাচ্ছে। 

৩দিন ব্যাপী এই অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন। 

প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, ব্যাক্তিবর্গ ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করবেন। 

অনুষ্ঠানে প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা, ও কথামালা, জাদু প্রদর্শনী, সমাপনী দিনে সেরা স্টলের পুরুষ্কার বিতরনী সভার আয়োজন করা হয়েছে। 

চন্দনাইশে প্রথম বারের মত ফুড ফেস্টিভ্যাল কে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজের মানুষ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চন্দনাইশে সৃষ্টি হবে উদ্যোক্তা,লাভবান হবেন বেকার যুব সমাজ ও তাদের পরিবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *