Thursday, July 3
Shadow

২০২৫ সালে জাতীয় কৌশল বাস্তবায়নে ৮০০ বিলিয়ন ইউয়ানের প্রকল্প চূড়ান্ত চীনের

২০২৫ সালের জন্য প্রধান জাতীয় কৌশল বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে ৮০০ বিলিয়ন ইউয়ান বরাদ্দসহ নির্মাণ প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছেচীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)।

বুধবার এনডিআরসিজানায়, ২০২৫ সালের প্রকল্পের তৃতীয় ও চূড়ান্ত ধাপের জন্য সম্প্রতি ৩০০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়ার পর মোট বিনিয়োগ৮০০ বিলিয়নে পৌঁছেছে।

মোট ১,৪৫৯টি প্রকল্পে এ অর্থ খরচ হবে। এর মধ্যে রয়েছে ইয়াংজি নদীর অববাহিকায় পরিবেশ পুনরুদ্ধার, পরিবহন অবকাঠামো, পশ্চিমাঞ্চলীয় স্থল-সমুদ্র করিডোর, উচ্চমানের কৃষিজমি, পানি সংরক্ষণ অবকাঠামো এবং শহরের ভূগর্ভস্থ ইউটিলিটি ব্যবস্থার উন্নয়ন।

কমিশন আরও জানায়, রেলপথ অর্থায়ন, ইউটিলিটি রক্ষণাবেক্ষণ ও জাতীয় লজিস্টিক হাব পরিকল্পনার মতো ক্ষেত্রেও কাঠামোগত সংস্কার দ্রুত করা হবে।

চীন বর্তমানে কার্যকর বিনিয়োগ বাড়ানো, যন্ত্রপাতি আধুনিকীকরণ এবং ট্রেড-ইন কর্মসূচিতেও জোর দিচ্ছে। ২০২৫ সালের পণ্য বদল কর্মসূচিতে ৩০০ বিলিয়ন ইউয়ানের বিশেষ বন্ড বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি ৫.৪ শতাংশ হারে বেড়েছে এবং বছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ শতাংশ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *