Friday, July 4
Shadow

হংকংয়ের রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ ও বিশাল সম্ভাবনা: মুখপাত্র

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের  নিরাপদ সমাজ এবং অর্থনৈতিক কারণে বিশাল সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংরক্ষণ আইন এবং শহরটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।   

মাও নিং বলেন, গত পাঁচ বছরে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংরক্ষণ আইন প্রবর্তন ও বাস্তবায়নের পর শহরটির আইনগত কাঠামো আরও মজবুত হয়েছে, সমাজে স্থিতিশীলতা ও সংহতি বৃদ্ধি পেয়েছে এবং আইনের অধীনে হংকংবাসীর অধিকার ও স্বাধীনতা পূর্ণভাবে সংরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, কিছু পশ্চিমা রাজনীতিক ও চীনবিরোধী সংগঠনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নিয়ে ভিত্তিহীন অপপ্রচার ও হংকংয়ের আইনের শাসন নিয়ে আক্রমণ তাদের হংকংকে অস্থিতিশীল করার দুরভিসন্ধি প্রকাশ করে।

মাও জানান, টানা ৯টি প্রান্তিকে হংকংয়ের জিডিপি বৃদ্ধি পেয়েছে। এটি বিশ্বের শীর্ষ তিনটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের মধ্যে রয়েছে এবং বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে শীর্ষ তিনে ফিরে এসেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *