Tuesday, July 1
Shadow

বকশীগঞ্জে নদীতে নিখোঁজের দুদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার।

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে দুইদিন পূর্বে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী মো.আব্দুল্লাহ (০৯)।নিখোঁজের দুইদিন পর নিলক্ষীয়া ইউনিয়নের শেষ প্রান্তে দশানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে।  সে স্থানীয় আন নুর মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ।

বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে । এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়। পরে গত রবিবারও সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়।

অবশেষে ৩০ জুন (সোমবার) সকালের দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে শেষ প্রান্তে  দশানী নদীতে এলাকাবাসী শিশু আব্দুল্লাহ মরদেহটি দেখতে পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনি‌ট ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, নদীর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। 

রিপোর্ট লেখা পর্যন্ত পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *