Tuesday, July 1
Shadow

১০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ সজনের!

সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ মো. সজন (১৩) নামে এক কিশোরের ১০ দিনেও সন্ধান মিলেনি। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে তার পরিবার চরম দুচিন্তায় রয়েছেন।

নিখোঁজ ওই কিশোর পরিবারের সঙ্গে লাকসাম হাউজিং এস্টেট এলাকায় বসবাস করে। সে পাশবর্তী মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে।

নিখোঁজ সজন’র পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জুন দুপুরে সজন লাকসাম হাউজিং এস্টেটের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের টি-শার্ট ও নীল রংয়ের জিন্স প্যান্ট। তার উচ্চতা প্রায় ৫ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নিখোঁজের ঘটনায় তার বড়ভাই লাকসাম থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করা করেছেন।

পিতৃহারা সজন নিখোঁজের পর থেকে তার মা এখন পাগলপ্রায়। তিনি নিখোঁজ সন্তানকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডাইরীর (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *