Wednesday, March 12

বিশ্বের বৃহত্তম পাওয়ার-মিথানল ডুয়াল ফুয়েল ইঞ্জিন চালু করলো চীন

বিশ্বের বৃহত্তম পাওয়ার-মিথানল ডুয়াল ফুয়েল ইঞ্জিন চালু করলো চীন। মঙ্গলবার চায়না স্টেট শিপবিল্ডিং কোঅপারেশন (সিএসএসসি) এ তথ্য জানিয়েছে।
ইঞ্জিনটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে চায়না স্টেট শিপবিল্ডিং কোঅপারেশন। প্রায় ১ হাজার ৯৫৩ টন ওজনের এই ইঞ্জিনটির সর্বোচ্চ শক্তি ৬৪ হাজার ৫০০ কিলোওয়াট।


এই বিশাল ইঞ্জিনটিতে অত্যাধুনিক ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর ফলে ইঞ্জিনটি তার প্রয়োজনীয় শক্তির ৯৫ শতাংশই মিথানল নামক জ্বালানি থেকে তৈরি করতে পারে। এই কারণে কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নিঃসরণ ৭.৫ শতাংশ কম হবে।
সিএসএসসি-এর মিথানল ইঞ্জিন প্রকল্পের ব্যবস্থাপক তোং চিংচিন বলেন, এই ইঞ্জিনটি যদি বছরে ৩০০ দিন চলে, তাহলে এর দ্বারা কার্বন নিঃসরণ এতটাই কম হবে যা ৭২ হাজারটি সাধারণ পেট্রোল গাড়িতে এক বছরে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার সমান।
বর্তমানে জলপথে পরিবহনের ক্ষেত্রে পরিবেশবান্ধব পদ্ধতির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে, নতুন ইঞ্জিনটির চাহিদা বাজারে অনেক বেশি হবে বলে আশা করা যাচ্ছে। আর তাই, প্রথম ব্যবহারেই এই ইঞ্জিনটিকে একটি ১৬ হাজার টিইইউ ধারণক্ষমতার বিশাল কন্টেইনার জাহাজে লাগানো হবে।
ডং জিংজিন আরও বলেন, বর্তমানে এই ইঞ্জিনগুলো সফলভাবে কন্টেইনার জাহাজ (যেগুলোতে মালামাল ভর্তি বাক্স বা কন্টেইনার পরিবহন করা হয়) এবং বাল্ক ক্যারিয়ার জাহাজগুলোতে (যেগুলোতে বিভিন্ন প্রকার খোলা পণ্য যেমন খাদ্যশস্য, কয়লা ইত্যাদি পরিবহন করা হয়) ব্যবহার করা হচ্ছে। মিথানল ইঞ্জিনের চাহিদা বাজারে প্রচুর। আগামী দুই-তিন বছরের মধ্যে আমরা আরও বিভিন্ন ধরনের মিথানল ইঞ্জিন নিয়ে আসছি, যেগুলো রাসায়নিক বহনকারী জাহাজ, বিশেষ কাজে ব্যবহৃত জাহাজ এবং অন্যান্য অনেক ধরনের জাহাজে ব্যবহার করা যাবে। এর ফলে আমরা আরও পরিবেশবান্ধব এবং কার্যকরী জ্বালানি সমাধান দিতে পারবো।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *