Wednesday, March 12

ঈশ্বরদী ইপিজেডে পরচুলা তৈরিতে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে ঈশ্বরদী ইপিজেডে একটি পরচুলা তৈরির কারখানা স্থাপন করবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে চীনা প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান কাও থোয়ানসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা এ কোম্পানিটি বার্ষিক ৬৯ লাখ ৮০ হাজার পিস পরচুলা ও চুল সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে। যার ফলে ১ হাজার ৪৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে। এটি ঈশ্বরদী ইপিজেডে পরচুলা ও চুল সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী চতুর্থ প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *