
নিজস্ব ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগকে পুরোপুরি এদেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যরা শুক্রবার মধ্যে রাত থেকে ভোর ৫টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
ভাঙ্গা- মাওয়া মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপরে একার্যক্রম শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশে রাতভর অবস্থা করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল ও থানার অফিসার ইনচার্জসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টা চলাকালীন কর্মসূচিতে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত ২১ জেলার বিভিন্ন রুটের যানবাহনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান, বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদ দল হিসেবে দৃশ্যমান আওয়ামী লীগ ২৪ সালের জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে শত শত ছাত্র জনতার রক্তে পিপাসিত হয়ে ওঠে। অবৈধ সরকার হয়েও ক্ষমতায় টিকে থাকার সকল অপচেষ্টায় আওয়ামীলীগের দোসররা লিপ্ত ছিল। তারা নির্বিচারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বুলেট দিয়ে মানুষ হত্যা করে ইতিহাসের পাতায় আজ কলঙ্কিত একটি দল হিসেবে উপস্থাপণ করেছে নিজেদের।
শুক্রবার ঢাকায় কর্মসূচি ছিল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের। ঢাকার কর্মসূচি পালন করে আসার পর একই কর্মসূচিকে আর-ও বেগবান করার লক্ষ্যে রাত সাড়ে ১২টার পরবর্তী সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ভোর অবধি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার দাবিতে শ্লোগান দিয়ে নিজেদের অবস্থান সুস্পষ্ট করার লক্ষ্য কাজ করছেন।
এদিকে তীব্র যানজটের সৃষ্টি এবং দুর্ভোগের শিকার হন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন যাত্রীরা। লক্ষণীয় ছিল যাত্রীবাহী পরিবহনের যাত্রীরা অনেকেই গাড়ি থেকে হাত নাড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দাবীর যথার্থতায় নিজেদের একাত্ম ঘোষণা করেন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবীর ব্লকরেড কর্মসূচিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ বলেন, মধ্যে রাতের একর্মসূচি ফ্যাসিবাদ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমাদের অবস্থান করছি। যে পর্যন্ত দাবি আদায়ের কাঙ্ক্ষিত লক্ষে আমরা পৌঁছাতে না পারবো সেই পর্যন্ত রাজপথ ছাড়বো না বলে নিজের অভিমত প্রকাশ করেন।