
ইসলামাবাদ, পাকিস্তান: ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ২৫টি ইসরাইলি তৈরি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানের আইএসপিআর (Inter-Services Public Relations) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) দক্ষতার মাধ্যমে এই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।
৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত “ভীত ও আতঙ্কিত হয়ে” ড্রোন হামলার আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয়।