Friday, December 27
Shadow

তাইওয়ান প্রশ্নে চীনকে ঠেকানোর ষড়যন্ত্র ব্যর্থ হবে: মুখপাত্র

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে এবং চীনকে ঠেকানোর জন্য যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে লিন চিয়ান বলেন, তাইওয়ানের নেতা লাই চিং-তে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়ামে তার ‘তথাকথিত যাত্রাবিরতি’ শেষ করেছেন। যুক্তরাষ্ট্র এই তথাকথিত বিরতির আয়োজনের মাধ্যমে তাইওয়ানের তথাকথিত ‘আন্তর্জাতিক স্থান’ বাড়াতে সহায়তা করেছে এবং ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতাপন্থী কার্যক্রমের জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপ এক-চীন নীতির লঙ্ঘন এবং চীন-যুক্তরাষ্ট্র যৌথ ঘোষণাপত্রের পরিপন্থী। এটি চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতাপন্থীদের কাছে ভুল বার্তা পাঠিয়েছে। চীন এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।

লিন চিয়ান আরও বলেন, এক-চীন নীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। তাইওয়ান প্রশ্ন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম লাল রেখা, যা অতিক্রম করা যাবে না।

মুখপাত্র আরও বলেন, চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনা সরকার ও জনগণের দৃঢ় সংকল্প ও সক্ষমতাকে কেউ যেন হালকাভাবে না নেয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *