Sunday, April 20
Shadow

৯২ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদের লা-লিগার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ভালভার্দে

রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে আজ খেলতে নেমেছিল তাদের আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে কে ছাড়া। এমবাপ্পে গত ম্যাচে লাল কার্ড খাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। সে কারণে আজকের ম্যাচে তাকে দর্শক সারিতে বসে খেলা দেখতে হয়। রিয়াল মাদ্রিদের খেলায় এমবাপ্পের অনুপস্থিতির ছাপ স্পষ্ট লক্ষ্য করা গেছে। আক্রমণ ভাগে ভিনিসিয়াস একের পর এক বল হারাচ্ছিলেন। প্রথমার্ধে তেমন কোনো ভালো সুযোগ- দু’দলের কেউই তৈরি করতে পারেনি। দ্বিতীয় অর্ধেও খেলা গরাচ্ছিল ড্রয়ের দিকে। ৮০ মিনিটে অবশ্য ভিনিসিয়াস একটি গোল করেছিলেন। অফসাইডের কারণে পরবর্তীতে সে গোলটি বাতিল করা হয়। অবশেষে ম্যাচের ৯২ মিনিটের সময় উরুগুয়ের মধ্যমাঠের খেলোয়াড় ভালভার্দে গোল করে লা-লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলো। যদিও শীর্ষস্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আগামী ১১ই মে দু দল লা-লিগায় পরস্পরের মুখোমুখি হবে, সে ম্যাচে অনেকটা নিশ্চিত হওয়া যাবে লা-লিগায় চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল? এর আগে আগামী ২৭শে এপ্রিল কোপা দেলরে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মুখোমুখি হবে।

ফুটবল প্রেমীরা দুই সপ্তাহের মধ্যে দুটি এল ক্লাসিকো দেখার অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *