Saturday, April 19
Shadow

বার্সা-ডর্টমুন্ড ক্লাসিক দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা

এই বছর অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বুধবার উড়তে থাকা কাতালানদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ঘরোয়া লিগে জার্মান দলটি ধুঁকতে থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার সামর্থ্য রাখে গতবারের রানার্স আপরা। প্রথম লেগে এমন প্রতিপক্ষ সামনে পেয়ে নিজেদের পা মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বুধবার রাত ১টায়। এই বছর বার্সা একটি ম্যাচও হারেনি। লা লিগায় তারা শীর্ষস্থান ধরে রেখেছে। হাতে আছে আট ম্যাচ। সামনে রয়েছে কোপা দেল রের ফাইনালও। সব মিলে মৌসুমে চার শিরোপার হাতছানি দলটির সামনে। ফ্লিক অবশ্য বলেছেন, ‘আমরা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু খেলোয়াড় ও কোচদের পা মাটিতেই রাখতে হবে। আমরা এই বছর অপরাজিত থাকতে চাই। সেজন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা পারফর্ম করা জরুরি।
কিক-অফ:
স্থান: বার্সেলোনা, স্পেন
স্টেডিয়াম: এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস
তারিখ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল
কিক-অফ সময়: রাত ১:00 (বাংলাদেশী সময় অনুযায়ী)

ইনজুরি ও টিম নিউজ:

বার্সেলোনার মার্ক কাসাদো, দানি ওলমো, মার্ক-আন্দ্রে টের স্টেগান চোটের কারনে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক, সাবিতজার এবং জুলে চোটের কারণে দলে নেই। বাকি খেলোয়াড়রা ফিট আছেন।

হেড-টু-হেড
মোট ম্যাচ: ৩
এফসি বার্সেলোনা: ২
বোরুশিয়া ডর্টমুন্ড: ০
ড্র: ১

সম্ভাব্য একাদশ

এফসি বার্সেলোনা সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
শেজনি (গোলরক্ষক); কুন্ডে, মার্টিনেজ, কুবারসি, বালদে; গাভি, ডি ইয়ং, পেদ্রি; ইয়ামাল, লেওয়ানডোস্কি, রাফিনহা

বোরুশিয়া ডর্টমুন্ড সম্ভাব্য একাদশ (৩-৫-২):
কোবেল (গোলরক্ষক); অ্যান্টন, চ্যান, বেন্সেবাইনি; রাইয়ারসন, চুকুয়েমেকা, গ্রোব, ব্রান্ট, স্বেনসন; গুইরাসি, আদেয়েমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *