Saturday, April 19
Shadow

কবিতা: বারুদের ঋতু

ফিলিস্তিনে চলমান বর্বরতা ও অমানবিক পরিস্থিতি নিয়ে কবিতাগুলো লিখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী হৃদয় পান্ডে


বারুদের ঋতু

কাল থেকে ফুল আর না ফুটুক,
বারুদ ফুটুক, ধোঁয়ার গন্ধে ভরে উঠুক আকাশ।
জুতোর তলায় চাপা পড়বে বিস্ফোরণের ছাই।
কাল থেকে শুধু বারুদের ঋতু, আগুনের বসন্ত।

১৯ মার্চ

২.
ধুলোর জলোচ্ছ্বাস

কোনো ডানাও নেই,
তবু মানুষ উড়ে যায় বাতাসে
বোমার শব্দে,
নামহীন ছিন্নভিন্ন পরিচয়ে।

মাটির টান হারায়,
নেমে আসে ধুলোর জলোচ্ছ্বাস,
আর আকাশ কেবল দেখে—
যেমন সবসময় দেখে।

৩ এপ্রিল

৩.
অপেক্ষা

মানুষ উড়ে যায় বিস্ফোরণে,
কিন্তু কেউ বলতে পারে না
এই শহরে মানুষ ছিল।
তাদের গল্প সব ছিন্ন হয়ে
এখন উড়ে বেড়ায়
মৃত্যুর এই কৃত্রিম আকাশে।

গাজা কাঁদে না—
কারণ কান্নার শব্দও এখন নিষিদ্ধ।
শুধু পৃথিবীর এক কোণে রক্তমাখা শিশু
নীরব চোখে তাকিয়ে থাকে—
শুধু অপেক্ষা আরও একটি বিস্ফোরণের।

৬ এপ্রিল

৪.
দেয়াল

মানুষ উড়ে যায় বিস্ফরণে—
কাঁপে মাটি, আকাশ, বুকের ভেতর।
একটা মসজিদের দেয়াল
ছাদ হয়ে ধসে পড়ে শিশুর উপর।

৬ এপ্রিল

আশা করি, আপনাদের মূল্যবান মতামত ও সহযোগিতা পাব।

ধন্যবাদান্তে —
হৃদয় পান্ডে
শিক্ষার্থী, ঢাকা কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *