১৭ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে জিতল ভ্যালেন্সিয়া, রেলিগেশন জোনের কিনারা থেকে ১৫তে উঠে এসেছে ভ্যালেন্সিয়া,ফার্স্ট হাফেই ভিনিসিয়াসের পেনাল্টি মিসের পর এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সেকেন্ড হাফে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ভিনি।
এরপর থেকে কামব্যাক দেখার জন্যই বসেছিলেন মাদ্রিদ ভক্তরা। শুরুতে পিছিয়ে গিয়ে শেষ মিনিটের গোলে জেতার অভিজ্ঞতা তাদের পুরোনো। কিন্তু ৯৫ মিনিটের গোলটা গেলো মাদ্রিদের জালেই, হুগো ডুরোর গোলে ম্যাচ জিতে নিয়েছে ১৭তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া,টাইটেল রেসে আবারও হোঁচট অল হোয়াইটসদের।পুরো ম্যাচে ২১ শটে ৩.৭০ এক্সজি নিয়েও মাত্র ১ গোল করেছে মাদ্রিদ। অন্যদিকে ২টি অন টার্গেট শটের দুটিতেই গোল করেছে ভ্যালেন্সিয়া। নিজের প্রথম সিনিয়র ম্যাচে খেলতে নেমে একটি সেভও দিতে পারেননি কাস্তিয়া গোলকিপার ফ্রান গঞ্জালেজ, আজকের ম্যাচ জিতলে বার্সেলোনা চলে যাবে ৬ পয়েন্টের দূরত্বে।
