Saturday, April 19
Shadow

Tag: কোয়ান্টাম কম্পিউটার

এআই মডেল পরিচালনায় সফল চীনা কোয়ান্টাম কম্পিউটার

এআই মডেল পরিচালনায় সফল চীনা কোয়ান্টাম কম্পিউটার

বিদেশের খবর
এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি সফলভাবে একটি লার্জ এআই মডেলের কাজ কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করেছে। এটি উল্লেখযোগ্য দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে বলে সোমবার জানানো হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির প্রতিবেদনে। চীনের হফেই-ভিত্তিক স্টার্টআপ অরিজিন কোয়ান্টাম ‘অরিজিন উখং’ নামের নিজেদের তৈরি তৃতীয় প্রজন্মের সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারে বিলিয়ন-প্যারামিটার বিশিষ্ট একটি এআই মডেল সফলভাবে ফাইন-টিউন করেছে। প্রতিষ্ঠানটি এই অর্জনকে ‘বিশ্বে প্রথম’ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেছে। হফেই কম্প্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের বিজ্ঞানী হফেই ছেন চাওইয়ুন জানালেন, ‘এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রথম বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, যেখানে লার্জ মডেল ভিত্তিক এআই টাস্ক কার্যকরভাবে সম্পন্ন হয়েছে। চীনের এ সাফল্যে প্রমাণ হলো, বর্ত...