এআই দিয়ে নতুন ওষুধ তৈরি করছেন চীনের গবেষকরা
কৃত্রিম বুদ্ধিমত্তায় এখন বিশ্বসেরাদের কাতারে আছে চীন। তবে শুধু রোবট কিংবা কনটেন্ট তৈরি নয়, চীনের এআই ব্যবহার করা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানেও। সম্প্রতি চ্যচিয়াং প্রদেশের লিয়াংচু ল্যাবরেটরিতে এ আই ব্যবহার করে বিরল কিছু রোগের ওষুধ আবিষ্কারের কাজ শুরু হয়েছে। এআই অ্যালগরিদমের মাধ্যমে ওষুধের ডিজাইন ও পরীক্ষায় পাওয়া গেছে দারুণ সাফল্য। চীনা গবেষকরা জানালেন, আগে যেখানে ওষুধ তৈরিতে ১৫ থেকে ২০ বছর লাগতো, এআই প্রযুক্তিতে তা ৩ থেকে ৫ বছরেই সম্ভব হচ্ছে।
চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরের একটি গবেষণা ল্যাবরেটরিতে ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এতে করে নতুন ওষুধ তৈরির সময়সীমা কমিয়ে আসছে আশাতীত গতিতে। বিশেষ করে প্রোজেরিয়া নামে একটি বিরল জিনগত রোগের চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে ওষুধ, যা শিশুদের দ্রুত বার্ধক্যের শিকার করে তোলে।
চ্যচিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে ...