
ঈদের টানা নয় দিনের ছুটিতে দেশের অধিকাংশ সরকারি দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগন যখন পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন, তখন পবিত্র ঈদের দিনসহ প্রতিদিন নোয়াখালী জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা কেন্দ্রে কর্মকর্তা – কর্মচারীগন সেবা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশণা অনুযায়ী নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক মাহমুদুল হাছান, সকল উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) গণের সার্বিক তত্ত্বাবধানে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের এই দীর্ঘ ছুটিতেও জেলার ৬ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৮৫ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মিডওয়াইফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ সকল স্তরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছেন।
উল্লেখ্য, এ সময়ে এ জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রসমূহে ২১৭ জনকে স্বাভাবিক প্রসব সেবা এবং সিজারিয়ান প্রসব সেবা, ৪৮৭ জনকে গর্ভকালীন সেবা এবং ২৯৭ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা গ্রহণ করেন ২০১ জন দম্পতি এবং চার শতাধিক জন কিশোর – কিশোরী, শিশু, সাধারণ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
কেবলমাত্র ঈদের দিনের ২৪ ঘন্টাতেই ১৮ জন মাকে নিরাপদ প্রসব সেবা দেয়ার নজির স্থাপন করেন নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা – কর্মচারীগন।
সেবাগ্রহীতারা ঈদের ছুটিতেও জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সকলের এমন নিরলস পরিশ্রম ও দায়িত্বশীলতার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতি সেবা গ্রহীতাগন কৃতজ্ঞতা প্রকাশ করেন।