সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র
চীনের বসন্তকালীন চাষাবাদের মৌসুম সামনে রেখে সিছুয়ান প্রদেশের পেং’আন কাউন্টির মুবা টাউনশিপের ছাংফেং কৃষি সেবা কেন্দ্রের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তারা একটি আধুনিক চারা কেন্দ্রের মাধ্যমে ভুট্টা, মরিচ ও ধানের চারা উৎপাদন করছেন। কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এটি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করতে পারে। প্রতিদিন চারার ৮ হাজার ট্রে […]