কোপা ইতালিয়া’র সেমিফাইনালে মুখোমুখি ইন্টার মিলান এবং এসি মিলান
আজ রাত একটায় শতবর্ষী ফুটবল টুর্নামেন্ট কোপা ইতালিয়া’র সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান। দুই দলের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।ইতালিয়ান লিগ সিরিএ’তে দু’দলের মুখোমুখি হওয়া শেষ ম্যাচটি এক এক গোলে ড্র হলেও, ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলান- ইন্টারকে ২-১ গোলে পরাজিত করেছিল। কিন্তু এই মৌসুমে দলের পারফরমেন্সের বিচারে […]