দু’আ বা প্রার্থনা মুমিনের শক্তিশালী হাতিয়ার
দু’আ বা প্রার্থনা- ইবাদাত সমূহের মধ্যে অন্যতম ফযিলতপূর্ণ ইবাদাত। আল্লাহ তা’আলা বলেন, তোমরা আমাকে ডাকো (দু’আয্যার্থনা কর) আমি কবুল করবো। (সূরা গাফির/মুমিন ৬০) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দু’আ-ই ইবাদাত। (আবু দাউদ, কিতাবুদ দাওয়াত, ইবনু মাজাহ) আল্লাহ তা’আলার কাছে দু’আ বা প্রার্থনার চেয়ে সম্মানিত/পছন্দনীয় বস্তু আর কিছুই নেই। (আবু দাউদ, কিতাবুদ দাওয়াত) দু’আ মুমিনের শক্তিশালী হাতিয়ার। (আল-মুস্তাদরাক […]