রোবটকে আরও ‘মানবিক’ করতে চান চীনা গবেষকরা

চীনা প্রকৌশলীরা নতুন প্রজন্মের মানবসদৃশ রোবটগুলোকে আরও ‘মানবিক’ করতে কাজ করছেন। শুধু শারীরিক গতিবিধি নয়, মানুষের সঙ্গে আবেগপূর্ণ যোগাযোগ গড়ে তুলতে সক্ষম রোবট তৈরিই তাদের লক্ষ্য। সম্প্রতি দক্ষিণ চীনের প্রযুক্তি নগরী শেনচেনে ‘পিএম০১’ নামের একটি রোবট পথচারীদের দৃষ্টি কেড়েছে। স্টার্টআপ প্রতিষ্ঠান ইঞ্জিন এআই-এর তৈরি করা ১৩৮ সেন্টিমিটার উচ্চতা ও ৪০ কেজি ওজনের এই রোবট চার […]