শীতকালীন পর্যটকে মুখর মোহ্য
শীতকালীন পর্যটনকে স্বাগত জানাতে চেষ্টার কমতি নেই চীন সরকারের। আর এর অর্থনৈতিক সুফল এখন পাওয়া যাচ্ছে চীনের সবখানেই। ব্যতিক্রম নয় চীনের উত্তর-পূর্ব হেইলংচিয়াং প্রদেশের সবচেয়ে উত্তরের শহর মোহ্য। এখানে এখন শীত মৌসুমে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যায়। বরফ ও তুষারে ঢাকা মোহের গ্রামগুলোর অর্থনীতি এখন পর্যটকদের আনাগোনায় বেশ জমজমাট। বেইচি গ্রামের বাসিন্দা শি রুইচুয়ান বলেন, […]