উড়তে ও চলার মতো সবচেয়ে ছোট রোবট আবিষ্কার চীনে
চীনের বিজ্ঞানীরা একটি নতুন মাইক্রো-রোবট তৈরি করেছেন, যা বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা রোবট। রোবটটি মাটিতে চলতে এবং আকাশে উড়তে পারে, এবং একে একে নানা আকৃতিতে পরিবর্তনও করা যায়। এটি এখন পর্যন্ত তৈরিকৃত সবচেয়ে ছোট তারবিহীন মাধ্যমে চলাচল করতে সক্ষম রোবট। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল একটি পাতলা-ফিল্ম আকারের ছোট আকারের অ্যাকচুয়েটর তৈরি করেছেন, […]