চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলী
ইসমাইল ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ, প্রকাশ ( বাঘা বলী)। কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় ঐতিহাসিক লালদীঘি মাঠে এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বলী অংশ নেন। কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন […]