নাচ–গানে নুসরাত ফারিয়ার জুয়ার প্রচারণা!
বেশ কিছুদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে কাজের খবর নেই ঢালিউডের তারকা নুসরাত ফারিয়ার। তবে আলোচনা থেকে দূরে নেই তিনি। এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হিসেবে তার সম্পৃক্ততা। সম্প্রতি ওই অ্যাপের একটি গানে অংশ নিয়ে গানের মাধ্যমে জুয়ার প্রচারণা করেছেন নুসরাত ফারিয়া। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব…’ শিরোনামের গানে […]