Friday, April 18
Shadow

এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, অসুস্থ হয়ে পথেই মৃত্যু

মেয়েকে নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছিলেন শিক্ষক বাবা। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওই ছাত্রীকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান তাঁর চাচা। আর এ সময়ের মধ্যে ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের নাম মাহাবুবুর রহমান। তিনি উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে। তাঁর মেয়ে তাসফিয়া একই প্রতিষ্ঠান থেকে কালিশুরী কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়ে তাসফিয়াকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে পরীক্ষার কেন্দ্রের দিকে অটোরিকশায় রওনা হন মাহাবুবুর রহমান। পথে গাজিমাঝি এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তাসফিয়াকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান তাঁর ভাই মনিরুল ইসলাম। একই সময় মাহাবুবুরকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফাতেমা আক্তার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

মেয়ে তাসফিয়ার পরীক্ষা চলায় বাবার মৃত্যুর খবরটি তাকে জানানো হয়নি। এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, মেয়ে পরীক্ষা দিচ্ছে, অথচ জানেই না তার বাবা নেই! ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। মাহাবুবুরের রহমানের মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে এবার তিনি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *