Site icon আজকের কাগজ

বৃষ্টিপাতে পাইকগাছা পৌর বাজার সহ নিম্নাঞ্চল পানিতে টইটম্বুর 

পানিতে টইটম্বুর

পাইকগাছা : প্রবল বৃষ্টিতে পাইকগাছা পৌর বাজারের স্বর্ণ পট্টি, কাঁচাবাজার তলিয়ে পানিতে টইটম্বুর। রবিবার সকালে পৌর বাজার সহ কৃষি অফিস চত্বর, কোর্ট প্রাঙ্গণ, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান জলমগ্ন দেখা গেছে। এছাড়া সরল ৪নং, ৫নং ওয়ার্ড, বাতিখালী ও শিববটির ৯, ৭, ৬ নং ওয়ার্ডের নিম্ন অঞ্চল পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় প্লাবিত। জনদুর্ভোগ চরমে। আষাঢ় মাসের শুরু থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। মাঝে একদিন গত শনিবার বৃষ্টি হয়নি ছিলো কড়া রোদ। তবে রবিবারের ভারী বৃষ্টিতে পাইকগাছা পৌরবাজার, কৃষি অফিস ও আদালত চত্তর, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হয়েছে। বাজারের পাশ ঘেঁষে শিবসা নদী ভরাট হয়ে পড়ায় পানি নিঃস্কাশন ঠিকমত হয় না। আবার বৃষ্টির সাথে জোয়ারের পানি ওঠার কারণে বাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে বাজারের ব্যবসায়ীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌর বাজারের বৃষ্টির পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে। সকালের রোদের পর ১১টার দিকে মূষলধারে বৃষ্টিতে স্বর্ণ পট্টি, কাঁচাবাজার, মাংস ও খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। তাছাড়া উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় পাইকগাছার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বাড়ছে জনদুর্ভোগ। 

Exit mobile version