Site icon আজকের কাগজ

সাইফের সঙ্গে UK-তে সৈকতে করিনার ছুটি

করিনার ছুটি

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান এখন এক অনন্য সুখ-ভ্রমণে রয়েছেন UK-তে । সৈকতের ধারে সূর্যস্নানের মাঝে, সাইফ আলি খান ও দুই পুত্র তৈমুর এবং জেহ-কে নিয়ে নিরিবিলি এক ছুটির দিন কাটাচ্ছেন তিনি।  ইনস্টাগ্রামে ছড়ানো সেই ছবিগুলো যেন ঘুরে বেড়ানোয় পাগল করে তুলছে তার অনুরাগীদের।

এই ‘বাকিংহাম মার্ডারস’ তারকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার ফ্যানদের সাথে ভাগ করে নিয়েছেন ছুটির কিছু ঝলক, যেখানে সূর্য, বালি আর সেলফিতে ভরপুর এক নির্জন আনন্দের জগতে হারিয়ে গিয়েছেন করিনা। তিনি নিজেই বলছেন, “আজ সপ্তাহের কোন দিন? আমার কোনো ধারণা নেই,” – সঙ্গে একটি রেইনবো ইমোজি। আরেকটি ছবির ক্যাপশন, “বলো তো,” – সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। এমনটাই হয়, যখন সময় আর স্থান সব মিলিয়ে এক অপার্থিব ছুটির অভিজ্ঞতা হয়!

সূর্যের উষ্ণতা, সৈকতের নরম বালি আর সমুদ্রের হিমেল হাওয়ায় ডুবে থাকা এই পারিবারিক ছুটির মুহূর্তগুলোকে করিনা ভক্তদের সঙ্গে নিখুঁতভাবে ভাগ করে নিচ্ছেন। সময়ের টানাপোড়েন ভুলে, শহরের কোলাহল থেকে দূরে, করিনা-সাইফ এখন একেবারে প্রকৃতির কোলে।

এই চমৎকার সৈকত ছুটির ছবি দেখে যদি আপনারও ভ্রমণের ইচ্ছে জেগে ওঠে, তাহলে আপনার পরবর্তী ইংল্যান্ড ভ্রমণে ঘুরে আসতে পারেন করিনার ছুটির মেজাজে মিল পাওয়া তিনটি সৈকত থেকে:

Exit mobile version