Site icon আজকের কাগজ

নেত্রকোনা  জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত রায় গ্রেফতার 

গ্রেফতার

আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোণা  জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

জানা যায়, রাতে নেত্রকোণা সদর মডেল থানার এসআই শাহজাহান হোসেনের নেতৃত্বে টঙ্গী এলাকার দত্তপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমারকে গ্রেফতার করা হয়। এরপরে তাকে নেত্রকোণায় আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হবে।তার নামে নেত্রকোনা সদর থানায় বেশ কয়েকটি মামলা ও রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version