Site icon আজকের কাগজ

গাধা

এম.ডি জিয়াবুল

হনহনিয়ে– যাচ্ছে তেড়ে
মুলোর গন্ধে চার পা ছেড়ে
গণ্ডমূর্খ গাধা!
লাঠির আগায় ঝুলছে মুলো
মারছে চাবুক চড়ছে হুলো
টানছে দড়ি দাদা।

চলছে গাধা মুলোর আশায়
পাহাড় নদী জঙ্গল ঠাঁসায়
বাদ পড়ে না বাকও,
ছুটছে গাধা সব ছাড়িয়ে
হাটের পরে মাঠ পেরিয়ে
যায় পেরিয়ে সাঁকো।

হায়রে গাধা উদাস প্রাণে
যাচ্ছে কেবল মুলোর টানে
পথ হয় নারে শেষ!
বলছে হুলো শোনছে দাদাই
মানব এরূপ গোলকধাঁধায়
আজব আমার দেশ।

Exit mobile version