Site icon আজকের কাগজ

কয়রায় মুদী দোকানের চাবি আটক রাখায় ইউ,এন,ওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কয়রায় মুদী দোকানের চাবি আটক রাখায় ইউ,এন,ওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


এম এন আলী শিপলু, কয়রা : কয়রা উপজেলা নির্বাহী অফিস অফিসার রুলী বিশ্বাস এক মুদী দোকানের চাবি আটকে রাখায় চাবি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ মদিনাবাদ গ্রামের ইকুব আলী সরদারের পুএ মোঃ আবু মুছা।

সোমবার (১৯ মে) বেলা ১১টায় কয়রা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি দক্ষিণ চক গ্রামে আব্দুল গণি এর বাড়ির সামনে খালের কিনারায় পাটাতন করে একটা ঘর বেঁধে প্রায় ৫ বছর যাবৎ মুদিখানার দোকান করে আসছি। প্রায় ৩৫ দিন আগে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস গাড়ি নিয়ে যাওয়ার পথে আমার দোকানের সামনে গাড়ি থামায়। তিনি গাড়ি থেকে নেমে আমাকে দোকান বন্ধ করতে বলে এ সময় আমি তার আদেশে দোকান বন্ধ করি।

এসময় তিনি আমার দোকানের চাবি নিয়ে চলে যান।পরবর্তীতে আমি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে তার কাছে দোকানের চাবি ফেরত চাইলে তিনি চাবি দিচ্ছে না। ববং আরো বলেন, আমার দোকান ভেঙে দিবে। আমার দোকানের পাশে সন্ন্যাসী বাছাড় নামের এক ব্যক্তিরও মুদি দোকান আছে কিন্তু তিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর নিজস্ব কোন জায়গা জমি নেই আমার আয়ের উপর পরিবারের ৬ সদস্য নির্ভরশীল থাকে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে আটক থাকা দোকানের চাবি পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version