Site icon আজকের কাগজ

খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার 

খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার

এম এন আলী শিপলু, খুলনা : খুলনা বটিয়াঘাটা উপজেলা যুবলীগের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা নগরীর রয়েল মোড় থেকে উপজেলা যুবলীগের সদস্য মো: সোলায়মান মোড়লকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 


বুধবার (১৪ মা) দুপুর ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ছোট বয়রা এলাকার মো: কালাম মোড়লের ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের সহযোগীতায় আন্দোলন ব্যাহত করার জন্য বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাছাড়া, গত বছরের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া ১৯ নং মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version