Site icon আজকের কাগজ

খুলনায় জুয়া চক্রের ৯ সদস্য ও ধর্ষণের দায়ে ১জন গ্রেপ্তার

খুলনায় জুয়া চক্রের ৯ সদস্য ও ধর্ষণের দায়ে ১জন গ্রেপ্তার


মোরশেদ, খুলনা :খুলনায় ধর্ষণের দায়ে ১জন ও জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বটিয়াঘাটা উপজেলায় জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২ মে) দুপুরে বটিয়াঘাটা উপজেলার একটি চায়ের দোকানের সামনে থেকে ৯ জুয়াড়ি এবং আজ শনিবার (৩ মে) দাকোপ উপজেলার তিলডাঙ্গা থেকে ধর্ষণের দায়ে ১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৯ জুয়াড়ির সদস্য যথাক্রমে মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৬), পলাশ সরদার (৪০), বিপ্লব পাল (৪০), অসীত রায় (৩৫), হিমাদ্রী বিশ্বাস (৩৫), প্রনব বাছাড় (৩৫), জগদীশ সরদার (৫০), মোবারক মোল্লা (৩৫) ও পরিমল বিশ্বাস (৫৫) এবং ধর্ষণের দায়ে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন প্রসেনজিৎ শীল (৩১)।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেম জানা যায়, জেলা পুলিশের আওতাধীন বটিয়াঘাটা থানা পুলিশ গতকাল শুক্রবার (২ মে) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানার হাটবাটী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি বেতের পাটি, ১টি বস্তা, ২ সেট তাসের বান্ডেল ও নগদ ৮৪০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়া চক্রের সাথে জড়িত। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে জুয়া খেলে থাকে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে।

অপরদিকে দাকোপ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ শনিবার (৩ মে) উপজেলার তিলডাঙ্গা এলাকা হতে প্রসেনজিৎ শীল নামে ধর্ষণের অভিযুক্ত আসামি প্রসেনজিৎ শীলকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানা যায় গ্রেপ্তারকৃত প্রসেনজিৎ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ এপ্রিল দিনগত রাতে ধর্ষণ করে। এ ঘটনায় দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

Exit mobile version