মোরশেদ আলী, খুলনা: খুলনার পাইকগাছায় উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে এক এনজিও কর্মীকে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গদাইপুরের বোয়ালিয়া ব্রীজের নিচে এ ঘটনা ঘটেছে। আহত আরআরএফ’র সিও মাসুদ রানা (২৯) চুয়াডাঙ্গার কুন্দিপুরের আজিম উদ্দীনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, বেসরকারি সংস্থা আরআর এফ’র পাইকগাছা শাখার (সিও) মাসুদ রানা মঙ্গলবার সকাল ১০টার দিকে গদাইপুরের হিতামপুর মালোপাড়া লোনের কিস্তির টাকার আদায় করতে যায়।
এক সময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে লোন সংক্রান্ত জরুরী কথা আছে বলে মাসুদ রানা’র অবস্থান জানতে চায়। উত্তরে এনজি’র সিও জানান আমি বোয়ালীয়া ব্রীজের নীচে বটতলায় অবস্থান করছি।
এ বিষয়ে মাসুদ রানা বলেন, বেলা ১১ টার দিকে ৩টি মোটরসাইকেল যোগে মাক্স পরা ৭ অজ্ঞাত ব্যক্তি আমার ঘোরাও করে ফেলে। তিনি অভিযোগ করেন কোন কিছু বুঝে উঠার আগে দুর্বত্তরা ছুরিকাঘাতে আমার ডানহাত-পায়ে জখম করে কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে আমার চিৎকারে স্থানীয়রার ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাত ৬/৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে ওসি মোঃ সবজেল হোসেন জানান, মোবাইল ফোনের কথোপকথনের সুত্র ধরে খুব শীঘ্রই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।