Site icon আজকের কাগজ

খুলনায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, শারিরীক নির্যাতন ও হত্যার হুমকি

ধর্ষণ rape news

Concept to denounce sexual harassment and defend the status of women with a drawing that symbolizes touching and violence against women.

মোরশেদ আলী, খুলনা : খুলনায় এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক পালালেও তার সহযোগীকে আটক করতে পেরেছে পুলিশ। আটক যুবকের নাম হুমায়ুন (৪০)। সে মূল অভিযুক্ত জ্যোতির বন্ধু এবং রূপসা ষ্টান্ডরোডের আ. মজিদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী খুলনা থানায় এজাহার দাখিল করেছেন।

পুলিশ সূত্র জানা যায়, ভিকটিমের আবেদনের ভিত্তিতে মামলা রেকর্ডের কার্যক্রম চলছে। এর আগে গত ২৬ এপ্রিল সকাল ৯ টার দিকে রূপসার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, খুলনার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে সে। নগরীর সুলতান আহমেদ রোডের বাসিন্দা হুমায়ুন কবির হিমুর ছেলে জ্যোতির সাথে গত দু’মাস আগে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমালাপ শুরু হয়। এক সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।

কিন্তু জ্যোতি যে আগে থেকেই বিবাহিত, তা সে জানত না। ছাত্রীর সাথে একান্তে সময় কাটানোর জন্য জ্যোতি নানান ফন্দি-ফিকির করে সুযোগ খুঁজতে থাকে সে। ছাত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখাতে থাকে। একসময় সেও তার প্রস্তাবে রাজি হয়ে যায়।

গত ২৬ এপ্রিল ওই কলেজ ছাত্রীকে নগরীর রূপসা ষ্টান্ডরোডে বন্ধু জাহিদের পাঁচতলা ভাড়া বাড়িতে ডেকে নেয় জ্যোতি। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কলেজ ছাত্রীর সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। এরপর জ্যোতি তাকে ফোন করে তার অপর দু’বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে। রাজি না হলে ওই কলেজ ছাত্রীর সাথে যোগযোগ বন্ধ করে দেয় এবং তাদের একান্ত সময়ে কাটানো অন্তরঙ্গ মুহুর্তের ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়।

ভুক্তভোগী কলেজ ছাত্রী আরও জানায়, গত সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাতে বিয়ের প্রস্তাব নিয়ে সে সুলতান আহমেদ রোডে জ্যোতির বাড়িতে যান। সেখানে গেলে জ্যোতি তাকে রাস্তার উপর ফেলে শারীরিকভাবে নির্যাতন করে। যার কারণে তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পরবর্তীতে এমন দাবি নিয়ে তাদের বাড়ির সামনে এলে তাকে হত্যার হুমকি দেয় জ্যোতি।

এমন পরিস্থিতিতে কোন উপায়ান্তর না পেয়ে খুলনা থানায় অবগত করেন তিনি। তার এমন অভিযোগ পেয়ে পুলিশ জ্যোতির বাড়িতে অভিযান চালায় কিন্তু অভিযানের খবর পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ ভিকটিম ছাত্রীকে নিয়ে রূপসা ষ্টান্ডের ওই পাঁচতলা বাড়িতে অভিযান চালিয়ে সহযোগী হুমায়ুনকে আটক করে।

খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, সোমবার দিনগত রাতেই আমরা অভিযোগ পেয়েছি। কলেজ ছাত্রীকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। রাতে অভিযুক্ত জ্যোতির বাড়িতে অভিযান চালানো হলে অভিযানের সংবাদ পেয়ে জ্যোতি পালিয়ে যায়। তবে তার সহযোগী হুমায়ুনকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারকে জানানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Exit mobile version