Site icon আজকের কাগজ

অন্যের জীবন আলোকিত করে নিজেই এখন অন্ধকারে

হারিকেন

মোঃ ফরমান উল্লাহ : হারিকেন ছিল এক সময় খুবই গুরুত্বপূর্ণ লাইট। হারিকেন ছাড়া শিক্ষার্থীরা ছিল অসহায়। সন্ধ্যা হওয়ার আগেই প্রথম কাজ ছিল রাতে পড়ার টেবিলের জন্য হারিকেন পরিষ্কার করা। এটা ছিল শিক্ষার্থীদের নিত্য দিনের কাজ। হারিকেন ছাড়া পড়ার টেবিল আলোকিত করার অন্য কোন মাধ্যম তেমন ছিল না। যারা নিম্নবিত্ত পরিবারে ছিল তারা হারিকেনের পরিবর্তে কুপি বাতি ব্যবহার করতো।

নব্বই দশকের দিকেও হারিকেনের প্রচলন ছিল। তখনও বিদ্যুতের ছোঁয়া পায়নি অনেকে। যারা শহরে বাস করতো তাদের ঘরে হয়তোবা বিদ্যুতের আলো জ্বলত। তারা লোডশেডিং এর ভয়ে প্রত্যাকের ঘরে বিকল্প হিসাবে হারিকেন সংরক্ষনে রাখত।

এই হারিকেনের আলোয় আলোকিত হয়েছে কোটি শিক্ষার্থীর জীবন। বর্তমানে বিদ্যুতের সংস্পর্শে হারিকেনের ব্যবহার নাই বললেই চলে। যে হারিকেন অন্যের জীবন আলোকিত করেছে সে-ই এখন অন্ধকারে পতিত হয়েছে। বর্তমান যুগে অনেকেই হারিকেন চিনবে না বা চিনে না। অথচ আমাদের ছাত্র জীবনে হারিকেন ছিল অপরিহার্য একটি উপাদান।এটা ছাড়া আমাদের জীবন ছিল অন্ধকার। 

বর্তমানে বিদ্যুতের যুগে হারিয়ে গেছে এক সময়ের অনেকের জীবন আলোকিত করা সেই ঐতিহ্যবাহি হারিকেন। ভবিষ্যত প্রজন্ম হারিকেন বলে কিছু একটা ছিল তাও চিনবে না। আমাদের উচিত অতিথ জীবন কেমন ছিল তার নিদর্শন হিসাবে এক সময়কার অতি প্রয়োজীয় হারিকেন সংরক্ষণ করা। 

হারিকেন আমাদের জীবনে অতি প্রয়োজনীয় একটি বস্তু ছিল। বিভিন্ন উৎসবে উপহার হিসাবে হারিকেন ছিল সবার আগে। হারেকেন ছাড়া আমাদের জীবন ছিল অন্ধকারে। যে হারিকেন আমাদের জীবন আলোকিত করেছে সে নিজেই এখন অন্ধকারে।

Exit mobile version