এয়ার-গ্রাউন্ড ডুয়েল পারপাজ ড্রোন তৈরি করেছেন চীনা গবেষকরা
সফল চন্দ্রাভিযানের পর এবার মঙ্গল গ্রহে অনুসন্ধান মিশনে যাবে চীন। আর সেই মিশনে অংশ নিতে এয়ার-গ্রাউন্ড ডুয়েল পারপাজ ড্রোন তৈরি করেছেন চীনা গবেষকরা। যা মাটিতে চলতে পারবে, আবার উড়তেও পারবে। বেশ হালকা-পাতলা গড়নের ড্রোনটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি।
ড্রোনটির ওজন মাত্র তিনশ গ্রাম। বলতে গেলে একটি বড়সড় আপেলের সমান। তাতেই বাজিমাত। ওজন কম হওয়ায় ডুয়েল পারপাজ ড্রোনটির ব্যাটারির চার্জও থাকছে অনেকক্ষণ।
গবেষকরা জানিয়েছেন, এটি ওড়ার সময় স্বয়ংক্রিয়ভাবে যেকোনো বাধা অতিক্রম করতে পারে।
মঙ্গল অনুসন্ধানের মতো বিশেষ অভিযানের জন্য এ ধরনের হালকা ও নমনীয় ড্রোনই মূলত কাজে আসবে।
হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির স্কুল অফ অ্যাস্ট্রোনটিকসের পিএইচডি গবেষক জু ইয়িমিন জানালেন, ‘মাটিতে এটি ভরকেন্দ্র পরিবর্তন করে গড়িয়ে চলতে পারে। আকাশে চলে রোটরের সাহায্যে। তখন আবার বিশেষ স্ট...