Saturday, April 19
Shadow

যত গর্জে তত বর্ষে না, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল

প্রথম লেগে ৩-০ গোলে আর্সেনালের কাছে হেরে আসার পর থেকেই রিয়াল মাদ্রিদের কর্মকর্তা থেকে খেলোয়াড় এবং দর্শকরা বলতে থাকে যদি এই পরিস্থিতিতে কেউ ফিরে আসে সেটা রিয়াল মাদ্রিদ।

কিন্তু হলো তার উল্টোটা। ঘরের মাঠেও আর্সেনালের কাছে রিয়াল মাদ্রিদের করুন পরাজয়। ম্যাচে আর্সেনাল জয় পায় ২-১ গোলে।

অথচ ম্যাচ শুরুর দুইদিন আগে থেকেই রিয়াল মাদ্রিদ অনেক পরিকল্পনা করতে থাকে এবং মিডিয়ায় আর্সেনালকে ভয় দেখাতে থাকে। ম্যাচ শুরুর আগে তারা ঘোষণা দেয় ছয় ঘন্টা রিয়েল মাদ্রিদের স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকবে।

আর্সেনালকে যতটুকু পারা যায় মানসিকভাবে পিছিয়ে রাখার চেষ্টা করতে থাকে রিয়াল মাদ্রিদ, কিন্তু আর্সেনাল রিয়েল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়ে বুঝিয়ে দিল যত গর্জে তত বর্ষে না।

ম্যাচ শুরু হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের সকল হুংকার ফুটো বেলুনের মতো চুপসে যেতে থাকে, আর্সোনাল একের পর এক আক্রমণ করে রিয়াল মাদ্রিদকে দিশেহারা করে ফেলে।

ম্যাচের ১৩ মিনিট সময় পেনাল্টি পায় আর্সেনাল, কিন্তু ইংলিশ ফরোয়ার্ড সাকা পানেনকা শট মারতে গিয়ে পেনাল্টি মিস করে ।

প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধেরং ৬৫ মিনিটের সময় গোল করে সাকা পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন।

৬৭ মিনিটের সময় আর্সেনাল ডিফেন্ডার এর ভুলে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস, তবে রিয়াল মাদ্রিদের খেলা দেখে কখনো মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে।

খেলার অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্টিনেল্লি গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করে, এবং তার সাথে সাথে রিয়েল মাদ্রিদের দর্শকদের চোখের পানিতে তাদের ঘরের মাঠ ভারি হয়ে যায়।

এর আগে আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ সেমিফাইনালে খেলেছিল ২০০৬ সালে, সেবারও তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে গিয়েছিল, ফাইনালে তারা বার্সেলোনার সাথে ২-১ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়, এখন পর্যন্ত আর্সোনালের চ্যাম্পিয়নস লিগে সেরা সাফল্য সেটাই।

আর্সেনাল সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে এবার পেয়েছে টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ফুটবল খেলা দল পিএসজিকে, যদিও তারা শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে পরাজিত হয়।

প্রথম লেগ অনুষ্ঠিত হবে আর্সোনালের ঘরের মাঠে ২৯শে এপ্রিল, দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৬ই মে পিএসজির ঘরের মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *