Friday, December 27
Shadow

সীমান্ত পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিতে চীন-ভারত সমঝোতা

সীমান্ত পরিস্থিতির উন্নয়নে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে চীন ও ভারত। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে চীন-ভারত সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য কর্ম পদ্ধতির ৩২তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাউন্ডারি এবং ওশান অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক হং লিয়াং এবং ভারতের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব শ্রী গৌরাঙ্গলাল দাস অংশ নেন।

বৈঠকে দুই পক্ষ সীমান্ত সমস্যার বিদ্যমান সমাধানগুলোকে উচ্চ প্রশংসা করে এবং এসব সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একমত হয়। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি আরও উন্নত করতে নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে বলা হয়, উভয় দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ সমঝোতার ভিত্তিতে দুই পক্ষ পরবর্তী বিশেষ প্রতিনিধিদের বৈঠকের প্রস্তুতি নেবে।

দুই দেশ সীমান্ত আলোচনা প্রক্রিয়ার কার্যকারিতা ধরে রাখতে, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখতে এবং সীমান্ত এলাকায় টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্মত হয়েছে।

বৈঠকে উভয় দেশের পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অভিবাসন বিভাগের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *