ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের ইমেইল পাঠিয়ে জানিয়েছে, শীতকালীন ছুটি শেষ করে ২০ জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে। এই দিনে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
ট্রাম্পের প্রস্তাবিত নীতিগুলোতে অবৈধ অভিবাসনের ওপর কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। তার প্রশাসন জানিয়েছে, সহিংস অপরাধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিরা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
তবে ট্রাম্পের প্রথম মেয়াদে বেশ কিছু মুসলিমপ্রধান দেশের পাশাপাশি উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া, শিক্ষার্থীদের ভিসায় বিধিনিষেধ আরোপের প্রস্তাবও দেওয়া হয়েছিল। ফলে অভিবাসন ও ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্পের গণবহিষ্কারের পরিকল্পনা আরও অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস...