Thursday, December 26
Shadow

প্রকাশ্যেই গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা

প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের প্রোফাইলে ফ্যাসিবাদী শেখ হাসিনার ছবি ও আওয়ামী লীগের নানা স্লোগান ও অপপ্রচার দিন দিন মাত্রা বাড়াচ্ছে। এমনটাই মনে করছেন নেটিজেনরা। বিশেষ করে সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারকে ঘিরে তাদের নানা ধরনের অপপ্রচার, ভুয়া পোস্টে এখন ফেসবুক সয়লাব।

https://www.facebook.com/nasimulhossanrana

এই আইডিধারী সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কাগজ ও স্ক্রিনশট তৈরি করে যেখানে সারজিস আলম ১৮ নভেম্বর তার স্ট্যাটাসে লিখেই দিয়েছেন–

আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা :

** আমার সাথে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷

** ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক ৷

** কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি ৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না ৷

কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে ৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন ৷

প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান ৷

এই পোস্টের নিচেই নাসিমুন হোসেন রানা নামের ওই আইডিধারী দিয়ে চলেছেন ভুয়া ও গুজব রটনাকারী কিছু কমেন্ট। এমনকি তার ওয়াল ঘুরে দেখা গেল তিনি আরও নানা ধরনের গুজব ছড়াতে লিপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *